কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

 তরীকুল হাসান | ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৭:৫০ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী কম্পিউটার ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এ প্রশিক্ষণ উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার উপ-পরিচালক কামরুজ্জামান খান।

এসময় জেলা শহর সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ পারভিন, শহর সমাজসেবা অফিসার সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলার সমাজের পিছিয়ে পড়া রবিদাস, বর্মন, হরিজন জনগোষ্ঠীর মোট ৫০ জন নারী ও পুরুষকে ৫০ দিনব্যাপী কম্পিউটার ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ দেওয়া হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর