কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনায় মৃত্যুশূন্য, সুস্থ ৩১, শনাক্ত ৫

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৯:৩৩ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি এখন দিন দিন বেশ উন্নতির দিকে যাচ্ছে। নিম্নগামী সংক্রমণের বিপরীতে জেলায় করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হওয়ার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এছাড়া মৃত্যুর হারও কমেছে। ফলে করোনা সংক্রমণ নিয়ে জেলায় বেশ স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কর্তৃক সর্বশেষ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত রিপোর্টে জেলায় নতুন করে ৩১ জন সুস্থ হয়েছেন। এছাড়া এদিন জেলায় নতুন করে মোট ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে সর্বশেষ এ রিপোর্টেও করোনায় কোন মৃত্যুর তথ্য নেই।

এ রিপোর্টে মোট ২৬২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট দেয়া হয়েছে। এতে জেলায় নতুন করে মোট ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন করোনা শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১ জন এবং কটিয়াদী উপজেলায় ৪ জন শনাক্ত হয়েছেন।

জেলার করোনা চিকিৎসার বিশেষায়িত হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত ও সন্দেহজনক কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৯ জন।

তাদের মধ্যে ৭ জন আইসিইউতে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন ১১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ১ জন ছাড়পত্র পেয়েছেন।

নতুন সুস্থ হওয়া ৩১ জনের মধ্যে ভৈরব উপজেলার সর্বোচ্চ ২৩ জন সুস্থ হয়েছেন।

এছাড়া ৩ জন কিশোরগঞ্জ সদর উপজেলার, ১ জন হোসেনপুর উপজেলার, ১ জন তাড়াইল উপজেলার, ২ জন কটিয়াদী উপজেলার এবং ১ জন কুলিয়ারচর উপজেলার সুস্থ হয়েছেন।

এই সময় পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ৯০২ জন শনাক্ত, ১১ হাজার ৫২০ জন সুস্থ এবং ২১৫ জন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে জেলার ইটনা ও অষ্টগ্রাম এ দুই উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী নেই।

জেলার বাকি ১১টি উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগী ১৬৭ জন। তাদের মধ্যে ৩ জন হাসপাতালে ও ১৬৪ জন হোম আইসোলেশনে রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর