কিশোরগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেডের স্টেশন রোড শাখার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ব্যাংক কার্যালয়ে এ আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ড. দৌলতুন্নাহার খানম।
সোনালী ব্যাংক লিমিটেড স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কবীর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শাখার গ্রাহক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর সোনালী ব্যাংক লিমিটেডের ১২১৭তম শাখা হিসেবে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে শাখাটি উদ্বোধন করা হয়।
শাখাটিতে সকল প্রকার অনলাইন ব্যাংকিং সেবা প্রদান ছাড়াও এটিএম কার্ড, বৈদেশিক রেমিটেন্স, সরকারি চালানে টাকা গ্রহণ, চালানের মাধ্যমে ই-পাসপোর্টে টাকা গ্রহণ, সঞ্চয় পত্র ইস্যু, আরটিজিএস, ইএফটি, বিভিন্ন বোর্ড, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি গ্রহণ, মুক্তিযোদ্ধা ভাতা, অনলাইনে হিসাব খোলা, সোনালী ই-ওয়ালেট, সোনালী ব্যাংক টু বিকাশ লেনদেন, এফডিআর, এসডিএ/ইডিএস/এমডিএস/এসবিএমএস ডিপোজিট স্কিম, এসএমই/সিসি/সিএমএসএমই ঋণ, হাউজবিল্ডিং ঋণ, মাইক্রোক্রেডিট/রোরাল ক্রেডিট, পার্সোনাল লোন ইত্যাদি ব্যাংকিং সেবা প্রদান করা হয়।
সোনালী ব্যাংক লিমিটেড স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কবীর উদ্দিন জানান, সর্বাধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা এ শাখাটি মাত্র দুই বছরেই গ্রাহকের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে ব্যবসায়িক অবস্থা বিবেচনায় এ শাখাটি একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালনা করছে।
শাখাটিতে সকল প্রকার ঋণের আদায়ের হার শতভাগ। এখান থেকে কোভিড-১৯ এ প্রণোদনা ঋণের শতভাগ বিতরণ করা হয়েছে।
এছাড়া ২০২১ সালে ডিপোজিট, অগ্রিম ও মুনাফার সূচকে শাখাটির অর্জন টার্গেটের তুলনায় প্রায় দ্বিগুণ।
প্রসঙ্গত, কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে সোনালী ব্যাংক লিমিটেডের ১২১৭তম শাখা হিসেবে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
ভিডিও: