কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সুকর্ম মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ: ড. মাহফুজ পারভেজ

 স্টাফ রিপোর্টার | ২ অক্টোবর ২০২১, শনিবার, ১০:৪৮ | সারাদেশ 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বার্তা২৪.কমের অ্যাসোসিয়েট এডিটর, কিশোরগঞ্জ নিউজের উপদেষ্টা সম্পাদক ড. মাহফুজ পারভেজ বলেছেন, 'জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবকল্যাণে উদ্বুদ্ধ হয়ে কাজ করার মধ্যে নিহিত রয়েছে প্রকৃত সাফল্য। আত্মস্বার্থের ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ থাকলে কর্মের তৃপ্তি ও জীবনের আনন্দ কখনোই উপভোগ করা সম্ভব হবে না।'

শনিবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল মিলনায়তনে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন আয়োজিত সদ্য প্রয়াত মহীয়সী নারী জোহরা এ করিম স্মরণে ইসালে সাওয়াব, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. মাহফুজ পারভেজ বলেন, 'অর্থ, বিত্ত, পদ, পদবির পেছনে মানুষ লালায়িত হলেও প্রকৃত অর্থে  সুকর্ম মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ। যে সম্পদ হই ও পারলৌকিক কল্যাণ সাধনের মাধ্যমে মানুষকে প্রকৃত সাফল্য ও শান্তি এনে দিতে পারে।'

ড. মাহফুজ পারভেজ বলেন, 'মহীয়সী নারী জোহরা এ করিম ধর্ম ও আধ্যাত্মিকার উচ্চস্তরে নিজেকে উত্তীর্ণ করেছিলেন এবং অকাতরে দান, মানবসেবা, পরিহিত ও নিপীড়িত মানুষের সহায়তায় এগিয়ে এসেছিলেন। তার জীবনাদর্শ সফল ও কল্যাণময় জীবনের পথে বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।'

উল্লেখ্য, চট্টগ্রামের মহীয়সী নারী জোহরা এ করিম ঐতিহ্য ও পরম্পরায় ১৯৪০-এর দশক থেকে লালদিঘিতে প্রতিষ্ঠিত মালাবার স্টোর, জেনিথ ফার্মেসির মাধ্যমে উত্তরাধিকার সূত্রে অর্জিত সম্পদের সিংহভাগ জনকল্যাণে ব্যয় করার দৃষ্টান্তের জন্য সর্বমহলে পরিচিত ছিলেন।

ডা. এডভোকেট মোহাম্মদ ছমিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা, ইসালে সাওয়াব, মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্কাস আহমদ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক, মাওলানা ড. ফরিদউদ্দিন ফারুক।

বক্তব্য রাখেন চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমদ সোলাইমান, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার, অধ্যক্ষ ডা. ফেরদৌসি বেগম, ডা. মোহাম্মদ ফজল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোহরা এ করিমের স্বামী, কিংবদন্তিতুল্য চিকিৎসক অধ্যক্ষ ডা. আবদুল করিম।

আলোচনা, মিলাদ মাহফিল, দোয়া ও ইসালে সাওয়াবের পর তাবারক বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর