কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সোনালী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ফিতা কেটে এটিএম বুথটির উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী।
এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সোনালী ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ শাখার এজিএম ও শাখা প্রধান আব্দুল আউয়াল, স্টেশন রোড শাখার ম্যানেজার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ কবীর উদ্দিন প্রমুখসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকতা-কর্মচারী এবং সোনালী ব্যাংক লিমিটেড এর সাবেক বর্তমান কর্মকতা-কর্মচারী এবং গ্রাহক-শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।