কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলের সাত ইউনিয়নে 'লাঙ্গল' পেলেন যারা

 আমিনুল ইসলাম বাবুল | ১৬ অক্টোবর ২০২১, শনিবার, ১১:৩৩ | তাড়াইল  


কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ইউপি নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নেই চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত দলের মনোনয়নপত্র প্রার্থীদের কাছে ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নের সবকটিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে, তালজাঙ্গা, রাউতি, ধলা, জাওয়ার, দামিহা, দিগদাইড় ও তাড়াইল-সাচাইল।

ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর।

এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর।

নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নেই 'লাঙ্গল' প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থীগণ।

৭টি ইউনিয়নের মধ্যে তালজাঙ্গা ইউনিয়নে মশিউর রহমান খান মামুন, রাউতি ইউনিয়নে এ.বি. মো. ফরিদুজ্জামান ভূঞা, ধলা ইউনিয়নে সৈয়দ সাজেদুর রহমান মিলটন, জাওয়ার ইউনিয়নে মো. ইমদাদুল হক রতন, দামিহা ইউনিয়নে মো. মনিরুল হক, দিগদাইড় ইউনিয়নে আশরাফ উদ্দিন ভূঞা এবং তাড়াইল-সাচাইল ইউনিয়নে মো. সাঈম দাদ খান নওশাদ জাতীয় পার্টির মনোনয়ন লাভ করেছেন।

তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর