ভিপি নুর ও রেজা কিবরিয়ার ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জ জেলার তিনজন রয়েছেন। তারা হলেন, যুগ্মআহ্বায়ক পদে আবু হানিফ এবং সহকারী যুগ্ম সচিব পদে খাইরুল কবীর ও আকন্দ মোহাম্মদ উজ্জল।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গণ অধিকার পরিষদ।
বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে থাকা তিনজনের মধ্যে যুগ্মআহ্বায়ক আবু হানিফের বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায়। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
যুব ও শ্রমিক অধিকার পরিষদ গঠনে তিনি অন্যতম ভূমিকা পালন করেন। এছাড়া গণ অধিকার পরিষদ গঠনে একজন সংগঠক হিসেবে কাজ করেছেন।
অন্যদিকে দুই সহকারী যুগ্ম সচিবের মধ্যে খাইরুল কবীরের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এবং আকন্দ মোহাম্মদ উজ্জলের বাড়ি ইটনা উপজেলায়।