কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধি অবহিতকরণ সভা

 আমিনুল ইসলাম বাবুল | ১ নভেম্বর ২০২১, সোমবার, ৮:২২ | তাড়াইল  


কিশোরগঞ্জের তাড়াইলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের সাথে আচরণ বিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ নভেম্বর) উপজেলা পরিষদের মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা শারমীন এঁর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম।

সভায় করিমগঞ্জ-তাড়াইল সার্কেল এর সহকারী পুলিশ সুপার ইফতেখারুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা শাহীন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকী, তাড়াইল প্রেস ক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, উপজেলা নির্বাচন অফিসার মো. এনামুল হক, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিসুজ্জামান খান, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন মোহন দে প্রমুখ বক্তব্য রাখেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে তাড়াইল উপজেলার তালজাঙ্গা, রাউতি, ধলা, জাওয়ার, দামিহা, দিগদাইড় ও তাড়াইল-সাচাইল ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৭ জন এবং সাধারণ সদস্য পদে ২২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর