কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা

 স্টাফ রিপোর্টার | ৫ নভেম্বর ২০২১, শুক্রবার, ৪:০১ | শিক্ষা  


কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ারচর এলাকায় প্রতিষ্ঠিত জেলা নরসুন্দা কিন্ডারগার্টেন এর প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পঞ্চমম শ্রেণির সমাপনী সনদপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নরসুন্দা কিন্ডারগার্টেন পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল জব্বার।

জেলা নরসুন্দা কিন্ডারগার্টেনের পরিচালক আনোয়ার হোসেন মেননের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন সরকারি প্রাথমিকের অবসরপ্রাপ্ত শিক্ষক আকরামুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জের নিজস্ব সংবাদদাতা ও আয়কর আইনজীবী মাজহার মান্না, ব্যবসায়ী-সমাজসেবক আব্দুল্লাহ আল হারুন মাছুম, আব্দুল রাশিদ, শেখ শহীদুল ইসলাম প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে প্রাক্তন কৃতী শিক্ষার্থী মিথিলা, সানজিদা, মিজান হাসান, কনকসহ অন্যরা জিপিএ-৫ পাওয়ার পেছনে লেখাপড়াকালীন স্কুলের পাঠদানসহ সার্বিক বিষয় তুলে ধরে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তৃতায় শিশু শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়াসহ প্রত্যেককে তাদের শিশুসন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

এর আগে অতিথিবৃন্দ ক্লাস পার্টিতে অংশ নেন।

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

পরে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর