কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভোটের মাঠে বৃহন্নলা হাসি

 আমিনুল ইসলাম বাবুল | ৯ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ১:৪৪ | সম্পাদকের বাছাই  


‘তৃতীয় লিঙ্গের হলেও আমি কখনো মানুষের কাছে হাত পাতিনি। সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষের জীবনমানের উন্নয়ন, তাদের ভিক্ষাবৃত্তি ও চাঁদাবাজি দূর করে স্বাবলম্বী করা, দুস্থ ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছি। আমি তৃতীয় লিঙ্গের মানুষ। আমার আত্মীয় বলতে ওই গ্রামের মানুষগুলো। স্বজন বলতেও তাঁরা-ই। আপন বলতে আমার ভোটার-রা-ই।’

মঙ্গলবার (৯ নভেম্বর)  কিশোরগঞ্জ নিউজের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বললেন তৃতীয় লিঙ্গের মোছা. হাসি আক্তার ওরফে হাসি (২৭)। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ৩নং ধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের (৪, ৫ ও ৬) মেম্বার প্রার্থী।

এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলায় এই প্রথম কোনো জনপ্রতিনিধি নির্বাচনে ‘তৃতীয় লিঙ্গের’ কেউ প্রার্থী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনায় চলছে তাড়াইল উপজেলাসদরসহ আশে-পাশের ইউনিয়নেও।

গত ২০ অক্টোবর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে মোছা. হাসি আক্তার ওরফে হাসির মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গ্রহণ করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে তাড়াইল উপজেলার তালজাঙ্গা, রাউতি, ধলা, জাওয়ার, দামিহা, দিগদাইড় ও তাড়াইল-সাচাইল ইউনিয়নে ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলার ধলা ইউনিয়নে হাসির নির্বাচনী এলাকায় ভোটারসংখ্যা ৫ হাজার ১৭৪ জন।। তিনি নির্বাচন করছেন নারী প্রার্থী হিসেবে। তাঁর প্রতিদ্বন্দ্বী চারজন প্রার্থী রয়েছেন। হাসির মার্কা হলো ‘সুর্যমূখী ফুল’।

মোছা. হাসি আক্তার ওরফে হাসির বাড়ি উপজেলার ধলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেউরিয়া গ্রামে। বাবা মো. লাল খাঁ। মা নুরুন্নাহার।

তিনি যখন ধলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ষষ্ঠ শ্রেণি পরীক্ষায় অংশ নেবেন এর ঠিক কিছুদিন আগে গৃহত্যাগী হয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সঙ্গে বসবাস শুরু করেন।

তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, স্থানীয় তেউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় আস্তে আস্তে তার শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দেয়।

একমাত্র মা ছাড়া পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁর সঙ্গে কথা বলতে চাইত না। অবহেলার চোখে দেখা হতো তাঁকে।

সহপাঠীরা এক বেঞ্চে বসতে চাইত না। উত্যক্ত করত। অবশ্য ওই দুই বিদ্যালয়ের তখনকার প্রধান শিক্ষক তাঁকে স্নেহ করতেন। ভালোবাসতেন।

পরে তিনি তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি প্রতিষ্ঠানের সদস্য হন।

হাসি জানান, ‘আমি দীর্ঘদিন ধরে আমার এলাকার অসহায়, গরিব ও অবহেলিত  সাধারণ মানুষ এবং তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করছি। তাদের আর্থিকভাবে সহযোগিতাসহ নানা সমস্যা সমাধানে পাশে থাকি।

রাস্তাঘাট, বয়স্কভাতা কার্ড, প্রতিবন্ধীভাতা কার্ড, জন্মনিবন্ধন সনদ, মৃত্যুসনদ সহজে পাওয়া, নর্দমা, নলকূপ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতিসহ এলাকার মানুষের উপকার যেন সঠিকভাবে করে যেতে পারি এই জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। করোনা মোকাবিলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ সচেতনতামূলক প্রচার চালাচ্ছি।’

এখনো সমাজে তৃতীয় লিঙ্গের মানুষদের অবজ্ঞার চোখে দেখা হয়। এ ক্ষেত্রে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা কেমন হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এলাকার মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা কেমন, এটা প্রমাণ হবে ভোটের মাধ্যমে। এলাকার মুরব্বি ও সাধারণ জনগণের সমর্থনেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। সাধারণ ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন- ইনশাআল্লাহ।’

নাম প্রকাশ না করার শর্তে হাসি বলেন, আমি নির্বাচনে অংশ নেওয়ায় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বেশ ক’জন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, নেতা, স্থানীয় মুরব্বি, শিক্ষক, নারী নেত্রী, নতুন প্রজন্মের ভোটার প্রমুখ আমাকে সমর্থন দিচ্ছেন।’

অবশ্য ওই ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে হাসির কথার সত্যতা মেলে।

ভোটে জিতলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উন্নয়ন প্রসঙ্গে হাসি বলেন, ‘জাত ভাইবোনদের তো আর ফেলে দেয় না কেউ। যদিও কিছুদিন আগে আমি গৃহত্যাগী হয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সঙ্গে বসবাস করেছি। সেই সময়টা আমার জন্য খুবই কষ্টদায়ক।’

এসব কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। চোখ মুছতে মুছতে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুবই মানবিক। তিনিই আমাদের বাবা, তিনিই আমাদের মা। তিনি আমাদের স্বীকৃতি দিয়েছেন। আমাদের উন্নয়নে ভাবছেন। কিন্তু কর্মকর্তারা ওনার মতো অতটা আন্তরিক নন। তাড়াইল উপজেলায় ৭জন তৃতীয় লিঙ্গের মানুষ আছেন। এর মধ্যে ৭ জন মেডিকেলভাবে শনাক্ত। তাদের মধ্যে আমিও ভাতাভোগী।’

এলাকায় ভোট চাইতে গিয়ে কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, কেউ বাধা দেয় না। তবে কেউ কেউ দূর থেকে একটু মুচকি হাসে। উঁকি মারে। এটা ঠিক হয়ে যাবে। আর আমরাও তো বিভিন্ন নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করি। আমাকে কেন ভোট দেবে না?’

এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্র সরকার কিশোরগঞ্জ নিউজকে বলেন, ‘ভারত, নেপালসহ বিভিন্ন দেশের মতো এ দেশে তৃতীয় লিঙ্গের মানুষ নির্বাচনে অংশ নিচ্ছে, এটি একটি ইতিবাচক দিক। আমাদের প্রত্যেকের উচিত তাঁদের সার্বিকভাবে সহযোগিতা করা। ভোটারদেরও উচিত তৃতীয় লিঙ্গের মানুষদের ব্যাপারে মনোভাব পরিবর্তন করা। তাঁদের ভোট দিয়ে জয়যুক্ত করা।’


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর