‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সোমবার (২১ জুলাই) বিকালে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন ব্রিজ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর। তাই এই গাছ রোপণ না করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ.এফ.জি. মোস্তফা।
এতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১০টি স্টল দেওয়া হয়েছে। আগামী ২৭ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৃক্ষমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।