প্রান্তিক প্রতিবন্ধী পরিবারের সদস্যদের ছাগল পালন প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার | বাজিতপুর
জুলাই ২৬, ২০২৫
প্রান্তিক প্রতিবন্ধী পরিবারের সদস্যদের ছাগল পালন প্রশিক্ষণ উদ্বোধন

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের বাস্তবায়নে কিশোরগঞ্জের বাজিতপুরে ছাগল পালন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

‘প্রতিবন্ধী উদ্যোক্তা উন্নয়ন-স্বনির্ভর প্রকল্প’-এর আওতায় শনিবার (২৬ জুলাই) উপজেলার বিলপাড় এলাকায় মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার হলরুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ নাসির উদ্দিন মুন্সী।

প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. মাহবুবুর রহমান ভূঁইয়া।

প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চলতি দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূরে হায়াত আফসানা।

প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা।

এই কার্যক্রমে পিরিজপুর ইউনিয়নের ১০টি প্রতিবন্ধী প্রান্তিক পরিবারের ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে প্রতিটি পরিবারের মাঝে দুটি করে মোট ২০টি ছাগল বিনামূল্যে বিতরণ করা হবে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ডা. নাসির উদ্দিন মুন্সী বলেন, “প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের জন্য ছাগল পালন একটি লাভজনক ও টেকসই উদ্যোগ। এর মাধ্যমে তারা স্বনির্ভর হতে পারবে এবং পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে।”

তিনি জানান, ছাগলের প্রজনন, চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে নিয়মিত সরবরাহ করা হবে।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, আগামী দুই সপ্তাহের মধ্যেই বাছাইকৃত ১০টি পরিবারের মধ্যে ছাগল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি সামাজিক অন্তর্ভুক্তিও নিশ্চিত করা হচ্ছে।