ভৈরবে ১২ বোতল ভারতীয় হুইস্কিসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার | ভৈরব
আগস্ট ১৯, ২০২৫
ভৈরবে ১২ বোতল ভারতীয় হুইস্কিসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় হুইস্কিসহ রুমন লাল হরিজন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার ভৈরবপুর এলাকায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশ থেকে এসব ভারতীয় হুইস্কিসহ তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী রুমন লাল হরিজন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণ বাগবাড়ি রেল কলোনীর মৃত রতন লাল হরিজনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তারা সোমবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১২ বোতল হুইস্কিসহ রুমন লাল হরিজনকে আটক করেন।

রুমন লাল হরিজন একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক আফসানা আক্তার বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভৈরব  থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।

ভৈরব'র অন্যান্য খবর

সর্বশেষ