কিশোরগঞ্জে ৪০ গ্রাম গাঁজাসহ মো. টুটুল (২৪) ও মো. জয় (২৩) নামে দুই যুবককে আটকের পর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে মো. টুটুলকে তিন মাসের কারাদণ্ড ও একশ’ টাকা জরিমানা এবং মো. জয়কে চার মাসের কারাদণ্ড ও একশ’ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা তাদের এই সাজা দেন।
দণ্ডিত দুই যুবকের মো. টুটুল কিশোরগঞ্জ সদর উপজেলার মনাকর্শা গ্রামের মৃত বাদলের ছেলে ও মো. জয় যশোদল গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে মাদকবিরোধী অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ মো. টুটুল ও মো. জয়কে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা’র নিকট প্রসিকিউশন দায়ের করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টুটুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মো. জয়কে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।