নতুন কুঁড়ি ২০২৫

লোকসঙ্গীতে বিভাগীয় পর্যায়ের জন্য ‘ইয়েস কার্ড’ পেয়েছে সামিহা

স্টাফ রিপোর্টার | বিনোদন
সেপ্টেম্বর ২৫, ২০২৫
লোকসঙ্গীতে বিভাগীয় পর্যায়ের জন্য ‘ইয়েস কার্ড’ পেয়েছে সামিহা

বাংলাদেশ টেলিভিশনের একসময়ের জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ আবার চালু করা হয়েছে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) শুরু হয়েছে নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই।

প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই চলবে ২৯ সেপ্টেম্বর। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগিরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে।

ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতায় সঙ্গীত বিভাগের লোকসঙ্গীত ক্যাটাগরিতে ‘ইয়েস কার্ড’ পেয়েছে সামিহা তাবাসসুম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে অডিশনে অংশগ্রহণ করে সামিহা তাবাসসুম বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ‘ইয়েস কার্ড’ পেয়েছে।

সে কিশোরগঞ্জ জেলার একজন প্রতিযোগী হিসেবে ‘ক’ গ্রুপে অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করে।

এর ফলে আগামী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিভাগীয় পর্যায়ের অডিশনে সে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

সামিহা তাবাসসুম চতুর্থ শ্রেণির একজন শিক্ষার্থী। তার বাবা গাজী মহিবুর রহমান এবং মা নূরুন্নাহার।

এর আগে সে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আয়োজনে দেশব্যাপী শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪ এ অংশগ্রহণ করে কিশোরগঞ্জ জেলায় ‘ক’ বিভাগের একজন প্রতিযোগী হিসেবে রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম এবং গণজাগরণের গান বিষয়ে জেলায় তৃতীয় স্থান অর্জন করে।

বিনোদন'র অন্যান্য খবর

সর্বশেষ