নবগঠিত কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দের সাথে পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে এই পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম।
উপজেলা মহিলা দলের সভাপতি বিলকিস আক্তার রেখা'র সভাপতিত্বে পরিচিতি ও কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান এবং পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম।
এতে কুলিয়ারচর উপজেলা ও উপজেলার ৬টি ইউনিয়নের মহিলা দলের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে মহিলা দলের নেতৃবৃন্দ প্রধান অতিথি মো. শরীফুল আলমকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।