কেউ স্কুলে পড়েন, কেউ কলেজে - সবার চোখেমুখে নতুন অভিজ্ঞতার উচ্ছ্বাস। এক এক করে ব্যাংকের টেবিলে বসে ১০০ শিক্ষার্থী খুলেন নিজেদের প্রথম ব্যাংক হিসাব। ব্যাংকের পক্ষ থেকে শিক্ষার্থীদের দেওয়া হয় ফুল, মিষ্টি ও চকলেটের উপহার। ছোট্ট এই আয়োজন তাদের মুখে হাসি ফুটিয়ে তোলে।
এনআরবিসি ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখার বুধবার (১৫ অক্টোবর) এর চিত্র এটি। বিশ্ব ছাত্র দিবস উপলক্ষে ব্যাংকটি “আলোর নাচন পাতায় পাতায়" প্রতিপাদ্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্যম ও স্বপ্নপূরণের প্রতীক হিসেবে দিনটি উদযাপন করে।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের সামনে শাখার ব্যবস্থাপক মো. রকিবুল হাসান তাঁর স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, “আমাদের দায়িত্ব শুধু লেনদেনের খাতা সামলানো নয়; আমাদের প্রজন্মকে শেখানো, কীভাবে অর্থের সঠিক ব্যবহারে গড়ে ওঠে স্বনির্ভর সমাজ। আজকের এই আয়োজনের মাধ্যমে ছাত্ররা জানবে কিভাবে ছোট সঞ্চয় থেকে শুরু হয় বড় সম্ভাবনা, কীভাবে ডিজিটাল ব্যাংকিং নিরাপদে ব্যবহার করতে হয়, এবং কেন প্রতিটি টাকা শুধু মুদ্রা নয় - এক একটি দায়িত্ব।"
সকালের নরম আলোয় যখন ব্যাংক শাখার দরজা খোলে, তখন থেকেই সেখানে ভিড় বাড়তে থাকে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের।
আয়োজনটিতে অংশ নিতে আসা ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “আগে ভাবতাম ব্যাংক শুধু বড়দের জন্য। আজ বুঝলাম, আমাদের ভবিষ্যৎও ব্যাংকের সঙ্গে জড়িত হতে পারে।”
অনুষ্ঠানে তিনজন অসাধারণ শিক্ষার্থীকে, যারা নিজেদের মেধা ও পরিশ্রমে ইতিমধ্যে আলো ছড়িয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের সম্মাননা দেয়া হয়।
তাদেরই একজন হয়বত নগর কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী মাহবুব আল হাসান। তিনি ২০২৫ সালের বিশ্ব শিশু শান্তি পুরস্কার-এর জন্য বাংলাদেশ থেকে মনোনীত।
আরেকজন নূরে আলম গুরুদয়াল সরকারি কলেজের ছাত্র। তিনি ৪১তম জাতীয় পুরুষ ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২৫-এ স্বর্ণপদক জয় করে কিশোরগঞ্জকে গর্বিত করেছেন।
তিনজনের তালিকায় ছিলেন কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী বৃষ্টি আক্তার। তিনি ১৮তম জাতীয় মহিলা ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২৫-এ স্বর্ণপদক অর্জন করেছেন।
সম্মাননা গ্রহণ শেষে দেশের প্রতিনিধিত্বের এই সম্মান অর্জন করে মাহবুব বলেন, “আমার স্বপ্ন- শিক্ষা ও মানবতার মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।”
সম্মাননা গ্রহণ করে তিনি বলেন, "ব্যাংকিং সেক্টর থেকে শিক্ষার্থীদের এমন সম্মান পাওয়া সত্যিই আনন্দের। এটি আমাদের ভবিষ্যতে আরও ভালো কিছু করতে অনুপ্রেরণা দেবে।”
শাখার গ্রাহক ও সমাজকর্মী মোহাইমিনুল হক লাক মিয়া বলেন- "ছাত্ররা আজ শিখলো, সঞ্চয় মানে শুধু টাকা নয় - এটি চিন্তা, শৃঙ্খলা ও দূরদর্শিতার প্রতীক। বিশ্ব ছাত্র দিবসের এই উদ্যোগ যেন বাংলাদেশের প্রতিটি ব্যাংক শাখার জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে- যেখানে প্রতিটি কাউন্টারের পাশে থাকবে একটি চিন্তার আলো, প্রতিটি লেনদেনের সঙ্গে যুক্ত থাকবে ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা।"