kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

ধন্যবাদ বাংলাদেশ: জাতিসংঘ কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ৩ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ১২:২৪ | জাতীয় 


জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিন দশকব্যাপী বাংলাদেশি সেনাদের অবদানের জন্য এক টুইটে ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটি তাদের অফিসিয়াল টুইটার পাতায় শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক পোস্টে লিখেছে, ‘৩০ বছর ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য দিয়ে আসছে বাংলাদেশ। সাহসী এই পুরুষ ও নারীরা জীবনের বিরাট ঝুঁকি নিয়ে শান্তির জন্য কাজ করে যাচ্ছেন।’

পোস্টে ছবি দেয়া হয়েছে জাতিসংঘ মিশনে যোগ দেয়া প্রথম দুই বাংলাদেশি নারী বৈমানিকের। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না-ই-লুৎফী গেল বছর ৭ই ডিসেম্বর মিশনে যোগ দেয়ার জন্য ঢাকা ছাড়েন।

ছবির ওপর জাতিসংঘ লিখেছে, ধন্যবাদ বাংলাদেশ- আপনাদের সেবা আর ত্যাগের জন্য।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ