কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বুধবার ঈদ, চাঁদ দেখা কমিটির নতুন সিদ্ধান্ত

 স্টাফ রিপোর্টার | ৪ জুন ২০১৯, মঙ্গলবার, ১১:১৬ | জাতীয় 


বুধবার (৫ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার (৪ জুন) রাতে চাঁদ দেখা কমিটি আবারও বৈঠকে বসে বুধবার (৫ জুন) ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এই ঘোষণা দেন।

রাত ১১টা ১৩ মিনিটে তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা গেছে। তাই বুধবার (৫ জুন) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, চাঁদ দেখা কমিটির সভায় রাত ৯টায় ঘোষণা দেয়া পর্যন্ত দেশের আকাশে কোথাও চাঁদ দেখা না গেলেও পরবর্তীতে বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখা যাওয়ার সংবাদ আসতে থাকে। এ প্রেক্ষিতে রাতে আবারও বৈঠকে বসেন চাঁদ দেখা কমিটির সদস্যরা।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে ইসলামি ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বৃহস্পতিবার (৬ জুন) নয়, বুধবার (৫ জুন) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

প্রসঙ্গত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে মঙ্গলবার (৪ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর