কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঐতিহাসিক ৭ই মার্চ আজ

 স্টাফ রিপোর্টার | ৭ মার্চ ২০২০, শনিবার, ১২:৪১ | জাতীয় 


বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন আজ। ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন।

১০ লক্ষাধিক লোকের বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বাঙালিকে পাকিস্তানী শাসকদের বিরুদ্ধে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন তিনি।

পাকিস্তানি দস্যুদের কামান–বন্দুক–মেশিনগানের হুমকির মুখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই দিন বজ্রকণ্ঠে ঘোষণা করেন– ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

মাত্র ১৮ মিনিটের ভাষণে ইতিহাসের পুরো ক্যানভাসই তুলে ধরেন বাঙলির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তাঁর ডাকে সাড়া দিয়ে বাঙালিরা পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে সামিল হয়েছিলেন মুক্তির সংগ্রামে। সাড়ে সাত কোটি মানুষকে জাতীয় চেতনায় উদ্বেলিত ও ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অধিকার আদায়ের লড়াইয়ের তিনি নিয়ে এসেছিলেন মুক্তির বার্তা।

সেই ঐতিহাসিক ভাষণের মাধ্যমেই সামরিক শক্তির মুখোমুখি হয়ে নতুন বাংলাদেশকে আগামীর পথে অগ্রসর হওয়ার শক্তি যুগিয়েছিলেন বঙ্গবন্ধু। সেই ভাষণ বাঙালি জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দলিল।

বঙ্গবন্ধু’র ৭ই মার্চ এর ভাষণকে বিশ্বের ঐতিহাসিক প্রামাণ্য দলিল (ওয়ার্ল্ডস ডক্যুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর