কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করোনাভাইরাসে আরো ৫ মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪১

 স্টাফ রিপোর্টার | ৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ২:২৬ | জাতীয় 


করোনাভাইরাসে বাংলাদেশে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন শনাক্ত হয়েছে ৪১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৬৪ জন।

তাদের মধ্যে মোট ৩৩ জন সুস্থতা লাভ করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

বিফ্রিং করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর সংখ্যা বেড়েছে। এনিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জন। মৃত্যু বেড়ে হয়েছে ১৭।

ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর