বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) আজ বুধবার (১৫ এপ্রিল) অপরাহ্ণে ৩০ তম আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
তিনি বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর স্থলাভিষিক্ত হলেন। ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২০ খ্রি.) চাকরি জীবন শেষে স্বাভাবিক অবসরে গেছেন।
আইজিপি হিসেবে যোগদানের পূর্বে ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স রেপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক ছিলেন।
এর আগে ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে তাঁকে গার্ড অফ অনার প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।