দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে নতুন রোগী শনাক্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শুক্রবার (২৪ এপ্রিল) প্রথমবারের মতো একদিনে ৫শ’র বেশি নতুন রোগী শনাক্ত হয়।
শনিবার (২৫ এপ্রিল) নতুন রোগী শনাক্তের সংখ্যা একটু কমলেও রোববার (২৬ এপ্রিল) এবং সোমবার (২৭ এপ্রিল) তা টানা বেড়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আবার নতুন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৫৪৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৬২ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে আরও ৮ জন স্বাভাবিক জীবনে ফিরেছেন। এ নিয়ে মোট ১৩৯ জন করোনা মুক্ত হলেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।