কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


২৪ ঘন্টায় ৫৫২ জন নতুন রোগী শনাক্ত, আরো ৫ জনের মৃত্যু

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ২ মে ২০২০, শনিবার, ২:৪১ | জাতীয় 


দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে নতুন রোগী শনাক্তের সংখ্যা। বাড়ছে মৃত্যু ও সুস্থ হওয়ার সংখ্যাও। শনিবার (২ মে) ৫৫২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭২৮ টি। এতে ৫৫২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৯০ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জন।

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে আরও ৩ জন স্বাভাবিক জীবনে ফিরেছেন। এ নিয়ে মোট ১৭৭ জন করোনামুক্ত হলেন।

শনিবার (২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ডা: নাসিমা সুলতানা মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানান, মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। পাঁচজনই ঢাকার বাসিন্দা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর