করোনাভাইরাসে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। করোনায় গত ২৪ ঘন্টায় দেশে ১০২ জন মারা গেছেন। দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যায় এটিই সর্বোচ্চ। এনিয়ে দেশে মোট ১০ হাজার ৩৮৫ জন এই ভাইরাসে মারা গেছেন।
রোববার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগের দিন শনিবার (১৭ এপ্রিল) করোনাভাইরাসে ১০১ জন মৃত্যুবরণ করেছিলেন। রোববার (১৮ এপ্রিল) আগের দিনের চেয়ে ১ জন বেশি মারা গেছেন।
সর্বোচ্চ মৃত্যুর দিনে নতুন করে ৩ হাজার ৬৯৮ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন।
এ নিয়ে দেশে মোট শনাক্ত ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জনে দাঁড়িয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১২১ জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন। ফলে এখন পর্যন্ত ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮হাজার ৯২৮ টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৪০৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৫১লাখ ৭০ হাজার ৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক শূন্য ৬ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।