এক মাস ধরে নিখোঁজ স্কুলছাত্র শুভ, সন্ধান চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার | বাজিতপুর
মে ১১, ২০২৫
এক মাস ধরে নিখোঁজ স্কুলছাত্র শুভ, সন্ধান চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

এক মাস ধরে নিখোঁজ রয়েছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের মফিজুর রহমান রোকন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র নাফিউন্নুর আকুঞ্জী শুভ (১৩)। গত ৭ এপ্রিল সে নিখোঁজ হয়। কিন্তু এই এক মাসে তার কোন খোঁজ মিলেনি।

এ রকম পরিস্থিতিতে নাফিউন্নুর আকুঞ্জী শুভ এর সন্ধান চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৬ মে) সকালে গাজিরচর ইউনিয়নের গাজিরচর আনন্দ বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে এলাকাবাসী ছাড়াও মফিজুর রহমান রোকন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ অংশ নেন। মানববন্ধন কর্মসূচি থেকে তারা নিখোঁজ স্কুলছাত্র শুভ’র সন্ধান দাবি করেন।

কর্মসূচিতে মফিজুর রহমান রোকন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব নূরে আলম সিদ্দিক, গাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূইয়া, নিখোঁজ শুভ’র পিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েল আহম্দে আকুঞ্জী সোহেল, গাজিরচর ইউনিয়ন কৃষক দল সভাপতি খন্দকার আজিজুর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন বাবুল, হাসান বিপুল, জাসাসের পৌর নেতা মাহবুবুর রহমান নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধন কর্মসূচিতে নিখোঁজ শুভ’র পিতা শোয়েল আহম্দে আকুঞ্জী সোহেল তার সন্তানের সন্ধান চেয়ে আকুতি জানান। তিনি বলেন, আমার ছেলে এক মাস আগে নিখোঁজ হয়েছে। অদ্যাবধি সে উদ্ধার হয়নি। আমি আমার ছেলের সন্ধান চাই।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল নাফিউন্নুর আকুঞ্জী শুভ নিখোঁজ হওয়ার পর তার কোনো সন্ধান না পেয়ে গত ২২ এপ্রিল তার পিতা শোয়েল আহম্মেদ আকুঞ্জী সোহেল বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৯০৭, ২২/০৪/২০২৫) করেছেন।