হোসেনপুরে বজ্রপাতে কৃষক আহত

হোসেনপুর প্রতিনিধি | হোসেনপুর
মে ১১, ২০২৫
হোসেনপুরে বজ্রপাতে কৃষক আহত

কিশোরগঞ্জের হোসেনপুরে জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতের ঘটনায় আব্দুল বাক্কার (৬০) নামে একজন কৃষক আহত হয়েছেন। রবিবার (১১ মে) বিকাল ৪টার দিকে পৌরসদরের কুড়িঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

কৃষক আব্দুল বাক্কার উপজেলার মধ্য আড়াইবাড়িয়া এলাকার সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কৃষক আব্দুল বাক্কার বাড়ি থেকে কুড়িঘাট এলাকা সংলগ্ন জমিতে কাজ করতে গিয়েছিলেন। কাজ শেষে বিকাল ৪টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন।

এ সময় হঠাৎ বজ্রপাত হলে কৃষক আব্দুল বাক্কার আহত হন। তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকু জানান, আব্দুল বাক্কার নামে একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তিনি এখন সুস্থ রয়েছেন।