পাকুন্দিয়ায় মাদকসেবীর জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | পাকুন্দিয়া
জুন ১৯, ২০২৫
পাকুন্দিয়ায় মাদকসেবীর জেল-জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. সিয়াম মিয়া (২৪) নামে এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে গাঁজাসহ তাকে আটক করে মোবাইল কোর্টে এই দণ্ড দেওয়া হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এ দণ্ড দেন। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডিত মাদকসেবী মো. সিয়াম মিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, পাকুন্দিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ মাদকসেবী মো. সিয়াম মিয়াকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ইউএনও মো. বিল্লাল হোসেন তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করেন।

ইউএনও মো. বিল্লাল হোসেন মোবাইল কোর্টে মাদকসেবীর জেল-জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ