জুমআ’র নামাজ আদায় করা হলো না প্রবাসীর

স্টাফ রিপোর্টার | পাকুন্দিয়া
জুন ২০, ২০২৫
জুমআ’র নামাজ আদায় করা হলো না প্রবাসীর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মো. হাবিবুল্লাহ (৪৫) নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

দুপুর সাড়ে ১২টার দিকে মসজিদে জুমআ’র নামাজ আদায় করতে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে বেধড়ক পিটিয়ে হত্যা করে।

নিহত হাবিবুল্লাহ গাংধোয়ারচর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি সিসিলি প্রবাসী ছিলেন। মাস দেড়েক আগে মায়ের মৃত্যুতে ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাস দুয়েক আগে গাংধোয়ারচর গ্রামের আমানুল্লাহর স্কুল পড়ুয়া ছেলে সাত্তারের সাথে একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে জুবায়েতের ঝগড়া হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

স্থানীয়ভাবে কয়েকবার সালিশ করেও এর কোন মীমাংসা হয়নি। সাত্তারের বাবা আমানুল্লাহ সিসিলি প্রবাসী হাবিবুল্লাহর বড় ভাই।

মায়ের মৃত্যুর কারণে মাস দেড়েক আগে হাবিবুল্লাহ বিদেশ থেকে ছুটিতে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকেই প্রতিপক্ষ হেলালের পরিবার তাকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল।

এ পরিস্থিতিতে শুক্রবার (২০ জুন) গ্রামের মসজিদে জুমআ’র নামাজ আদায়ের জন্য হাবিবুল্লাহ বাড়ি থেকে রওনা হন।

পথে ঈদগাহ মাঠের সামনে প্রতিপক্ষ হেলালের ভাগ্নে মুখলেস তার পথ আটকিয়ে তাকে জড়িয়ে ধরে রাখে। এ সময় আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা হেলালসহ কয়েকজন তার উপর লাঠি, রড ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে হামলে পড়ে।

হামলাকারীরা প্রবাসী হাবিবুল্লাহকে বেদম পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে হত্যার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশি অভিযান অব্যাহত আছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ