বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় ডিসি ফৌজিয়া

নরসুন্দা খননসহ কিশোরগঞ্জকে নান্দনিক রূপ দেওয়ার প্রচেষ্টা চলছে

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
জুন ২৫, ২০২৫
নরসুন্দা খননসহ কিশোরগঞ্জকে নান্দনিক রূপ দেওয়ার প্রচেষ্টা চলছে

কিশোরগঞ্জের জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান বলেছেন, নরসুন্দা নদী খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করছে। এছাড়া শহরকে নান্দনিক রূপ দেওয়ার প্রচেষ্টা চলছে। এ জেলার মানুষ যেন দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারেন এ লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফৌজিয়া খান এসব কথা বলেন। বুধবার (২৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, নরসুন্দা নদীতে কচুরীপানার চেয়েও প্লাস্টিক আর পলিথিনের সংখ্যা বোধহয় বেশি হবে। মানুষের ব্যবহৃত প্লাস্টিক আর পলিথিন নির্বিচারে ফেলা হচ্ছে নরসুন্দায়। এর মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ ক্ষতির মুখে পড়েছে। এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে।

‘প্লাষ্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনি সময়’ এই স্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

আলোচনা সভায় অন্যদের মধ্যে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরানুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কেএম মাহবুব আলম প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা ছাড়াও র‌্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার লোকজন অংশ নেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

সর্বশেষ