তাড়াইলে এনসিপি’র বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার | তাড়াইল
জুন ২৫, ২০২৫
তাড়াইলে এনসিপি’র বিক্ষোভ মিছিল

জুলাই ঘোষণা পত্র, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২৫ জুন) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তাড়াইল উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী সার্জেন্ট (অব.) মহিউদ্দিন মাসুদ।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জে জুলাই আন্দোলনের অন্যতম বীর যোদ্ধা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক ও জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সংগঠক ইকরাম হোসেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে যুগ্ম সমন্বয়কারী শেখ কাওসার হোসেন, এম এ মান্নান, আলমগীর হোসেন, শাফায়াত উল্লাহ প্রমুখসহ উপজেলা নেতৃবৃন্দ অংশ নেন।