কিশোরগঞ্জের পাকুন্দিয়ার নতুন পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নৌভ্রমণের সময় নৌকাডুবিতে সহোদর দুই বোনের মৃত্যু হয়েছে। এছাড়া তাদের মা আহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় ব্রহ্মপুত্র নদে এ নৌকাডুবির ঘটনা ঘটে। মারা যাওয়া দুই বোনের নাম কাশ্মীর রহমান নীলা (১৭) ও ফারিহা রহমান নেহা (৯)।
তাদের মধ্যে কাশ্মীর রহমান নীলা গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ফারিহা রহমান নেহা কটিয়াদী সদরের একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
তারা কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমান ও নীপা রহমান দম্পতির সন্তান। তবে পেশায় ব্যবসায়ী আব্দুর রহমান সপরিবারে পার্শ্ববর্তী কটিয়াদীতে বসবাস করেন।
নৌকাডুবির এ ঘটনার পর পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চরটেকী বেড়িবাঁধে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, চরটেকী বেড়িবাঁধ এলাকায় দুই মেয়ে নীলা ও নেহাকে নিয়ে শুক্রবার (১১ জুলাই) বিকালে ঘুরতে যান আব্দুর রহমান ও তার স্ত্রী নীপা রহমান। এসময় তারা চারজন ছোট একটি নৌকায় ব্রহ্মপুত্র নদে নৌভ্রমণ শুরু করেন।
এক পর্যায়ে ছোট নৌকাটি পাশ দিয়ে যাওয়া একটি স্পিডবোটের ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলে তারা সবাই পানিতে পড়ে যান। এ সময় একটি নৌকা এগিয়ে গিয়ে আব্দুর রহমান ও নীপা রহমানকে উদ্ধার করলেও তাদের দুই মেয়ে নীলা ও নেহা ডুবে গিয়ে নিখোঁজ হয়।
ঘটনার পর পরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং নীলাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। কিন্তু পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শুক্রবার (১ জুলাই) সন্ধ্যার পর পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার তৎপরতা চালালেও ওইদিন আর নেহার খোঁজ পাওয়া যায়নি।
শনিবার (১২ জুলাই) ভোর থেকে আবারও ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার কাজ শুরু করেন। পরে বেলা পৌনে ১২টার দিকে ঘটনাস্থলের পাশে নেহার মরদেহ ভেসে উঠে। এ সময় ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে।
এদিকে বড় মেয়ের পর ছোট মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে। দুই সন্তান হারানোর শোকে পাগলপ্রায় হয়ে মাতম করছেন বাবা আব্দুর রহমান ও মা নীপা রহমান।