কিশোরগঞ্জে আলোচনা, দোয়া ও নানা আনুষ্ঠানিকতায় শহীদ আবু সাইদকে স্মরণ

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
জুলাই ১৬, ২০২৫
কিশোরগঞ্জে আলোচনা, দোয়া ও নানা আনুষ্ঠানিকতায় শহীদ আবু সাইদকে স্মরণ

শহীদ আবু সাইদ স্মরণে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত এর সঞ্চালনায় এতে পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ।

এদিকে দিবসটি ঘিরে জেলার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি–বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল।

জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় জেলার সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

সর্বশেষ