জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে তরুণ-তরুণী, ক্রীড়াবিদ, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের ৩০০ জন প্রতিযোগীর অংশগ্রহণে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় কিশোরগঞ্জ শহরতলীর বড়পুল মোড়ে প্রধান অতিথি হিসেবে এ প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরানুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আতহার আলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো, আব্দুল্লাহ খালিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্য সচিব মুস্তাইন লুবাবা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রতীকী ম্যারাথনটি বড়পুল মোড় থেকে শুরু হয়ে ৫ কিলোমিটার দৌড়ে শহরের পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
পরে বিজয়ীদের পুরস্কৃত করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান।
প্রতীকী ম্যারাথনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের স্মরণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ আয়োজন করেছে। জুলাইয়ের যে চেতনা- অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম- সেটি আমাদের সবসময় উদ্বুদ্ধ করবে।