কিশোরগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান।
সমন্বয় সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, ইপসা, কিশোরগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজা আক্তার প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা (আউটরীচ) কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা এবং জুন ২০২৫ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত ত্রৈমাসিক মামলার তথ্য, গত সভার সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনাসমূহ এবং ইউনিয়ন পরিষদেও বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জসমূহ সম্পর্কে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।
এতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার, আনসার ভিডিপি সার্কেল এডজুট্যান্ট মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক রাহুল ঘোষ পলাশ, সহকারী কমিশনার সূফি সাজ্জাদ আল ফোজায়েল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মামুন অর রশিদ, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন।
জেলা প্রশাসক ফৌজিয়া খান তার বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদে অনেকগুলো কাজের মধ্যে গুরুত্বপূর্ণ ৩টি কাজ হলো- জন্ম-মৃত্যুনিবন্ধন, নাগরিকত্ব সনদ ও গ্রাম আদালত পরিচালনা। যেহেতু নির্বাচিত প্রতিনিধিগণ গ্রাম আদালত পরিচালনা করেন তাই তাদেরকে প্রশিক্ষণ প্রদান ও দক্ষতা বৃদ্ধির জন্য উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সমন্বয়ে আলোচনার ব্যবস্থা করা। যে সকল চেয়ারম্যানগণ নিয়মিত পরিষদে বসছেন না তাদের তালিকা প্রস্তুত করে ব্যবস্থা নিতে বলা হয়। স্বল্প সময়ে অল্প খরচে বিচারিক সেবাপ্রাপ্তির সবচেয়ে উত্তমপন্থা হলো গ্রাম আদালত, তাই গ্রাম আদালতকে আরো সক্রিয় ও কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
সভায় জানানো হয়, বিগত তিন মাসে জেলায় গ্রাম আদালতে ৪২৪টি মামলা দায়ের হয়, ৩৮১ টি মামলা নিষ্পত্তি হয় এবং রায় বাস্তবায়ন হয় ৩৭২টি যা পূর্বেও তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রচার-প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে ১০৪টি।
সভায় আগামী ৩ মাসের জন্য একটি কর্ম পরিকল্পনা করা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা এবং গ্রাম আদালত প্রকল্পকর্মীদের কাজ করার পরিবেশ তৈরি করার বিষয়ে বিশদ আলোচনা হয়।