www.kishoreganjnews.com

কবিতা

সতর্ক সংকেত



[ আ হ মে দ তা ন ভী র | ১২ আগস্ট ২০১৭, শনিবার, ৭:১০ | সাহিত্য ]


হুঁশভাঙা ভোরের ঊষভাঙা রাস্তায় বেদম ছুটে যাচ্ছে দমকলের লাল গাড়ি,
এমন হন্তদন্ত কই যায়? কোথায় নেভানো হবে এমন অস্থির পিরিতের আগুন!
চিড়বিড় আওয়াজে পুড়ে যাচ্ছে- খড়ের গাদা, চিতিয়ে যাওয়া পুরনো ঢেউটিন,
বাঁশ-কাঠ, উদাসী সময়, গতিময় যাপিত জীবন!
চেঁচিয়ে ওঠা সতর্ক সংকেতের পথ ধরে ছুটে যায় সতর্ক দমকল।
চা-খানায় সাঁটানো সিনেমার বিনিদ্র পোস্টারে ভাসে-
ভিলেনের শব্দহীন গর্জন কিংবা লাল-নীল নিবিড় আলিঙ্গন।

দহন দৃশ্যমান হলেই এইসব সতর্ক সংকেত, চিরচেনা আওয়াজ;
আগুনের জিহ্বার ঘুম ভেঙে গেলেই দমকলের মুখস্ত দৌড়!
অদৃশ্য দহনে যখন অবিরাম পুড়ে যায়-
অনুভবের বাতিঘর, হৃদয়বাড়ির প্রাণজ উঠান;
নৈঃশব্দ্যের ভেতরে যখন পুড়ে যায় স্বপ্নরঙের পাখির পালক,
নিবিড় ভালোবাসাবাসি, একাকী মানুষের একাকী প্রহর;
                                                            পুড়ে যায় ক্ষুধার্ত মানুষের শূন্য জঠর, জিরজিরে হাড়-পাঁজর!
                                                            তখন দমকল কই?

 

# আহমেদ তানভীর
সম্পাদক, সাহিত্যকাগজ ‘ৎ’



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]



প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com