কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ পরিণত হল জনসভায়

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৯ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১:০২ | রাজনীতি 


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকালে কোদালিয়া এস.আই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

চণ্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহীম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ পুলিশের সাবেক মহা-পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মিলন এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছুদ্দিন, সাবেক চেয়ারম্যান মো. মঈন উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান গোলাপ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাঈনুল হক সেলিম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, কোদালিয়া এসআই উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য খলিলুর রহমান, কোদালিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বদরুল ইসলাম বিলাস, যুবলীগ নেতা আরিফুর রহমান প্রমুখ।

এর আগে বর্ণাঢ্য মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী-সমর্থকরা। এতে কর্মীসভা বিশাল জনসভায় পরিণত হয়।

মমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরাও অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর