কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আপিলে প্রার্থিতা ফিরে পেলেন যুবলীগ নেতা সুব্রত পাল

 মোহাম্মদ খলিলুর রহমান, বাজিতপুর | ১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৬:০১ | রাজনীতি 


কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল সিআইপি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল প্রার্থিতা ফিরে পান।

এর আগে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ হলফনামায় মামলার তথ্য গোপন করায় সুব্রত পালের মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

মনোনয়নপত্র বৈধ হওয়ার তথ্য নিশ্চিত করে সুব্রত পাল বলেন, আমার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার জন্য কমিশনকে ধন্যবাদ জানাই। আমি খুবই আনন্দিত। আমার এলাকার মানুষও খুব আনন্দিত।

নিকলী-বাজিতপুরের মানুষ সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। আমি মনে করি, এখন তাদের সে সুযোগ তৈরি হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর