জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করে বিভ্রান্তি ছড়ানো এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলা আওয়ামী লীগ।
বুধবার (২ ডিসেম্বর) সকালে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শহরের আখড়াবাজার সেতু সংলগ্ন এলাকার শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধনে মিলিত হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য দিলারা বেগম আছমার সভাপতিত্বে মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সী, সাংগঠনিক সম্পাদক হাসিনা হায়দার চামেলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা যেকোনো পরিস্থিতিতে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।