প্রেম, বিয়ে, অন্ত:সত্ত্বা অতঃপর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার | কটিয়াদী
আগস্ট ৩০, ২০২৫
প্রেম, বিয়ে, অন্ত:সত্ত্বা অতঃপর রহস্যজনক মৃত্যু

মাত্রই ১৬ বছরে পা রেখেছিলো সুমাইয়া। পরিবারের নানা সংকটের মাঝেও তার মাঝে ছিলো উদ্যম। বার বার ছেদ পড়ে লেখাপড়ায়। এরপরও হাল ছেড়ে দেয়নি। টানা কয়েকবার লেখাপড়ায় বিরতি দিয়ে ফের ভর্তি হয়েছিলো স্কুলে।

কৈশোরের চঞ্চলতার মাঝেই হঠাৎ করেই পরিচয় হয় সাইফুল (২২) নামে এক তরুণের সঙ্গে। মোবাইল ফোনে কথা বলতে বলতে দুজনের মধ্যে গড়ে ওঠে সখ্য। এক পর্যায়ে সাইফুল প্রেমের ফাঁদে ফেলে ঘরছাড়া করে সুমাইয়াকে।

গত ৬ এপ্রিল কোর্টে এফিডেভিট ও রেজিস্ট্রি করে বিয়ের পিঁড়িতে বসে সাইফুল ও সুমাইয়া। মাস দুয়েক আগে অন্ত:সত্ত্বা হয়ে পড়ে সুমাইয়া। কিন্তু সেই সন্তানের মুখ আর দেখা হলো না তার।

বিছানার উপর সুমাইয়ার নিথর দেহ ফেলে রেখে পালিয়ে যায় পেশায় ভেকুচালক স্বামী সাইফুল। স্বজনদের সে বলে যায়, সুমাইয়া ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

তবে সুমাইয়ার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ তার পরিবার। তাদের দাবি, পরিকল্পিতভাবে সুমাইয়াকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

নিহত সুমাইয়া আক্তার কিশোরগঞ্জের হাওর উপজেলার মিঠামইনের গোপদিঘী ইউনিয়নের গোপদিঘী সরালিয়া হাটির মো. বাবর আলীর মেয়ে।

অন্যদিকে সাইফুল ইসলাম জেলার কটিয়াদী উপজেলার পিয়ারাকান্দি গ্রামের আসাদ মিয়ার ছেলে।

নিহত সুমাইয়ার বাবা মো. বাবর আলী জানান, তার মেয়ে সুমাইয়া গোপদিঘী জিন্নাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলো। তাকে মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে সাইফুল। পরে ফুঁসলিয়ে কিশোরগঞ্জ কোর্টে নিয়ে গিয়ে বিয়ে করে। সুমাইয়া তাদের একমাত্র মেয়ে হওয়ায় তাদের বিয়ের বিষয়টি তারা মেনে নেন।

দুই মাস আগে তার মেয়ে সুমাইয়া অন্ত:সত্ত্বা হয়ে পড়লে সে কিছুদিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসে। সেখানে এসে গত ২০ আগস্ট সুমাইয়াকে শ্বশুরবাড়িতে নিয়ে যায় স্বামী সাইফুল।

এর মাত্র ৪দিন পর গত ২৪ আগস্ট ভোররাত ৪টার দিকে সাইফুলের বড় ভাই কুদ্দুস ফোন দিয়ে বাবর আলীকে তার মেয়ে সুমাইয়ার মৃত্যুর খবর দেন।

বেলা ১১টার দিকে তিনি মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে বিছানায় সুমাইয়ার লাশ পান। তখন তিনি অনেক খোঁজ করেও সাইফুলকে বাড়িতে পাননি। অন্যরা তাকে জানায়, সুমাইয়া ফাঁসিতে ঝুলে মারা গেছে। কিন্তু বাড়িতে ফাঁসিতে ঝুলে মারা যাওয়ার কোনো তিনি আলামত পাননি।

মো. বাবর আলীর অভিযোগ, তার মেয়েকে সাইফুল শ্বাসরোধে হত্যা করেছে। হত্যার বিষয়টি ধামাচাপা দিতে ফাঁসিতে ঝুলে মারা যাওয়ার কথা সাইফুল প্রচার করছে।

নিহত সুমাইয়ার মা মার্জিয়া আক্তার আক্তার জানান, পরিবারের সুখ ও সচ্ছলতার জন্য তিনি গত চার বছর ধরে জর্ডানে প্রবাস জীবন কাটাচ্ছেন।

সুমাইয়ার স্বামী সাইফুল তার কাছে কিছুদিন আগে একটি ট্রাক্টর গাড়ি কিনে দেওয়ার দাবি জানিয়েছিলো। তখন তিনি সময় সুযোগ হলে ট্রাক্টর গাড়ি কিনে দিবেন বলে সাইফুলকে বলেছিলেন।

মার্জিয়া আক্তারের অভিযোগ, সাইফুল মাদকসেবী ছিলো। তাই তাকে ট্রাক্টর গাড়ি কিনে দেননি। এই ক্ষোভ থেকেই হয়তো সে সুমাইয়াকে শ্বাস রোধ করে হত্যা করেছে। মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি ২৫ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টায় বাড়িতে এসেছেন।

মার্জিয়া আক্তার বলেন, আমার মেয়ের গলায় মোটা কালো দাগ ছিলো। এছাড়া তার শরীরে নির্যাতনের নানা চিহ্ন ছিলো। সুমাইয়া দুই মাসের অন্ত:সত্ত্বা ছিলো। এরপরও সাইফুল তাকে হত্যা করেছে এবং পালিয়ে যাওয়ার আগে আত্মহত্যার কথা প্রচার করে গেছে।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদঘাটনের মাধ্যমে মেয়ে হত্যার বিচার দাবি করেছেন বাবা বাবর আলী ও মা মার্জিয়া আক্তার।

কটিয়াদী থানার ওসি মো. তরিকুল ইসলাম টিটু জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।