কিশোরগঞ্জের কটিয়াদীতে সেবনরত অবস্থায় গাঁজাসহ আটকের পর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত পাঁচজনের মধ্যে একজন নারী রয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কটিয়াদী থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
দণ্ডিত পাঁচজন হচ্ছে, কটিয়াদী উপজেলার কামারকোনার ফালা মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৩৯), একই এলাকার মৃত আব্দুস ছোবাহান মিয়ার মেয়ে মোসা. ফাতেমা খাতুন (৫২), মো. ফালু মিয়ার ছেলে মো. আবুল কালাম (২৫) ও মৃত আবদুর রাজ্জাকের ছেলে মো. রুস্তম আলী (৪৬) এবং চান্দপুর শেখেরপাড়ার জয়নুল ইসলামের ছেলে রুবেল (৪৪)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় গাঁজা সেবনরত অবস্থায় পাঁচজনকেই আটক করা হয় এবং তাদের কাছ থেকে মোট ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কটিয়াদী উপজেলার কামারকোনা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় মো. ফারুক মিয়া, মোসা. ফাতেমা খাতুন, মো. আবুল কালাম ও মো. রুস্তম আলী এই চারজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা মো. ফারুক মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, মোসা. ফাতেমা বেগমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, মো. আবুল কালামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড ও মো. রুস্তম আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
এছাড়া চান্দপুর শেখের পাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় রুবেলকে আটক করা হয়। তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিনশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
পরে পাঁচজনকেই কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।