পাকুন্দিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার | পাকুন্দিয়া
সেপ্টেম্বর ২৩, ২০২৫
পাকুন্দিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ী ও দাখিল মাদরাসার প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতাভুক্ত থাকবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন।

সভায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের  মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান, উপজেলা বিএনপি’র যুগ্মআহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ ও মো. আব্দুল কদ্দুছ মোমেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুল কাশেম বিপ্লব প্রমুখসহ কমিটির সদস্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইউএনও মো. বিল্লাল হোসেন বলেন, শিক্ষার্থীরা যেন মোবাইল আসক্তি থেকে মুক্ত থেকে নিয়মিত পড়াশোনায় মনোযোগ দিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। তাই ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এ সিদ্ধান্ত কার্যকর রাখতে শিক্ষক ও অভিভাবক সবাইকে সতর্ক ও সচেতন থেকে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন এ বিষয়ে নিয়মিত নজরদারি করবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ইউএনও মো. বিল্লাল হোসেন জানিয়েছেন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ