কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) থেকে দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম মজিবুর রহমান মঞ্জুর বড় ছেলে বাজিতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুর রহমান উজ্জ্বলের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। উজ্জ্বল বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি'র কার্যকরী কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনয়ন পেয়েছিলেন।
শুক্রবার (৮ এপ্রিল) মাহমুদুর রহমান উজ্জ্বলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাজিতপুর উপজেলা বিএনপি'র উদ্যোগে উপজেলা সদরের মোরগ মহলে বিএনপি'র কার্যালয়ে মরহুমের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) আসরের নামাজের পর মরহুমের বাড়ি প্রাঙ্গণে আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জু স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, মাহমুদুর রহমান উজ্জ্বল জেলা বিএনপি'র সবার কাছে একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তিনি তার পিতার যোগ্য উত্তরসূরি ছিলেন।
মুজিবুর রহমান মঞ্জুর ছোট ছেলে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাজিতপুর উপজেলা বিএনপি'র সাবেক সহসভাপতি বাবু ইন্দ্রজিৎ দাস, জেলা বিএনপির সদস্য কাইয়ুম খান হেলাল, নিকলী উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. মাসুক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রনি ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফ্রিডম মাহমুদ সোহেল, রফিকুল ইসলাম রফিক, শরিফুল আলম নাদভি, কৌশিক আহমেদ সৌরভ প্রমুখ।
এতে নিকলী ও বাজিতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।