কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় শীতার্তদের পাশে কলেজ প্রভাষক

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৯ জানুয়ারি ২০১৮, শুক্রবার, ৩:২৬ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের কম্বল বিতরণ করেছেন এমএস আল মামুন নামের তরুণ এক কলেজ প্রভাষক। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার জালোয়াপাড়া এলাকার তাসলিমা মেমোরিয়াল কলেজের মার্কেটিং বিষয়ের প্রভাষক।

শুক্রবার সকালে নিজ এলাকা পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলিয়া গ্রামে অর্ধশতাধিক অসহায় শীতার্তের মাঝে ব্যক্তিগত উদ্যোগে তিনি কম্বল বিতরণ করেন। প্রতি বছরই নিজ উদ্যোগে এলাকার শীতার্তদের মাঝে তিনি শীতবস্ত্র বিতরণ করেন। এবারও নিজ হাতে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন এই তরুণ। এসময় তার বড় ভাই সাবেক ইউপি সদস্য শাহ আলম তার সঙ্গে ছিলেন।

এমএস আল মামুন বলেন, মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করি। শীতে এলাকার মানুষের কষ্টের কথা ভেবে নিজের সীমিত সামর্থ্য দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কেননা, আমি সাধারণ কৃষক পরিবারের সন্তান। অসহায় মানুষের কষ্টটাও তাই সহজে অনুধাবন করতে পারি। যার যার অবস্থান থেকে অসহায় শীতার্তদের পাশে থাকার অনুরোধও করেছেন তরুণ এই কলেজ প্রভাষক।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর