কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ফিল্ড ম্যানেজার পদে লোক নিচ্ছে রূপসী-বাংলা কৃষি উৎপাদনমূখী সমবায় সমিতি লিঃ

 বিজ্ঞাপন ডেস্ক | ২৮ জুন ২০২২, মঙ্গলবার, ৭:১৮ | বিজ্ঞাপন 


ফিল্ড ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপসী-বাংলা কৃষি উৎপাদনমূখী সমবায় সমিতি লিঃ নিবন্ধন নং- ০০০২১, তারিখ:- ০৩-১০-২০১৬ ইং, ইটনা, কিশোরগঞ্জ। দেশের দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রাখার নিমিত্ত “রূপসী-বাংলা কৃষি উৎপাদনমূখী সমবায় সমিতি লিঃ” সমবায় বিধিমালা অনুযায়ী ক্ষুদ্র-ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্ন তালিকা অনুযায়ী কিছু সংখ্যক লোক অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হইবে।

তাই আগ্রহী গরীব ও মেধাবী প্রার্থীগণের কাছ থেকে হাতে লেখা আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।

পদের নাম: ফিল্ড ম্যানেজার

পদ সংখ্যা: ০৯টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান

বয়স: ১৮-৩৫ বছর

বেতন সর্বসাকূল্যে মাসিক: ১৬০০০/- (ষোলো হাজার টাকা)

সকল পদের জন্য প্রথম ১ (এক) বছর প্রশিক্ষণ পিরিয়ড হিসেবে গণ্য করা হবে।

প্রশিক্ষণকালীন সময়ে ফিল্ড ম্যানেজার মাসিক ১২০০০/- (বার হাজার) টাকা বেতন প্রাপ্য হবেন। প্রশিক্ষণ পিরিয়ডের পর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকুরী স্থায়ীকরণ করা হবে।

প্রতি বছর প্রারম্ভিক বেতনের (১৬,০০০) ১০% হারে বৃদ্ধি পাবে ৫ বছর পর্যন্ত। স্থায়ী স্টাফদের প্রতি বছর ১টি উৎসব বোনাস প্রদান করা হবে। বোনাস বেতনের ৫০%। প্রতিষ্ঠান কর্তৃক সৃষ্ট আরোও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

সংযুক্তিসমূহ: সদ্য তোলা ৩ কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও নাগরিকত্ব সনদের ফটোকপি। সকল সংযুক্তি সত্যায়িত হতে হবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ: ৩১/০৭/২০২২ইং।

আবেদন ডাকযোগে পাঠানোর ঠিকানা: বরাবর, চেয়ারম্যান, রূপসী-বাংলা কৃষি উৎপাদনমূখী সমবায় সমিতি লিঃ, উপজেলা রোড, খাদ্য গুদাম সংলগ্ন, ইটনা, কিশোরগঞ্জ।

(প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের যে কোন প্রান্তে কাজ করার মনমানসিকতা থাকতে হবে।)

প্রয়োজনে:- ০১৭৩৩-১৬৫৭২৬

বি:দ্র: আবেদন পত্র সরাসরি, রূপসী-বাংলা কৃষি উৎপাদনমূখী সমবায় সমিতি লিঃ উপজেলা রোড, খাদ্য গুদাম সংলগ্ন, ইটনা, কিশোরগঞ্জ, অফিসে জমা দেওয়া যাবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর