কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে অটিজম শিশুদের একাডেমিক ভবন উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ৩১ জুলাই ২০২২, রবিবার, ৪:০৬ | বাজিতপুর 


কিশোরগঞ্জের বাজিতপুরে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের অটিজমসহ এনডিডি শিশুদের জন্য নবনির্মিত ডা. মেহেরুল হুদা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) সকালে উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিলপাড়-ডুয়াইগাঁও এলাকায় প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।

বিদ্যালয়ের সভাপতি বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.কা.মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রকিবুল হাসান শিবলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক, বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলাম ও পিরিজপুর ইউপি চেয়ারম্যান মো. জাফর ইকবাল জুয়েল।

এতে স্বাগত বক্তব্য রাখেন মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন ও পাঠশালার প্রতিষ্ঠাতা ম. মাহবুবুর রহমান ভূঁইয়া।

মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন মো. সোহেল রানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক ভূঁইয়া, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক নাসরুল আনোয়ার, মো. এমরান উদ্দিন ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে হায়াত আফসানা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম গোলাপ, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. নূর আলম প্রমুখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুরা একক গান, কবিতা ও ইশারা ভাষা প্রদর্শন করে।

প্রসঙ্গত, মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রে বর্তমানে ২২ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ বিদ্যালয়ে অধ্যয়নরত ২০০-এর অধিক অটিজমসহ এনডিডি শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি দৈনন্দিন জীবন কার্যাবলি, ফিজিও-আকুপেশনাল থেরাপি কার্যক্রম পরিচালনা করছে।

বিদ্যালয়টি জেলা পর্যায়ে দুইবার এবং বৃহত্তর ময়মনসিংহ জেলায় এক বার ‘সেরা’ বিশেষায়িত স্কুলের স্বীকৃতি পেয়েছে। এটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এনডিডি শাখাভুক্ত তালিকায় স্বীকৃতির জন্য আবেদিত।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর