কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় প্রহরীকে জিম্মি করে ছিনতাই, তিন যুবক গ্রেপ্তার

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১১ জানুয়ারি ২০২৩, বুধবার, ৩:৫৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন ছিনতাইকারিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার  হওয়া তিনজনকে আদালতে পাঠানো হলে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার (১১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার পুলেরঘাট এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, পাকুন্দিয়া উপজেলার আদর্শপাড়া গ্রামের শরীফ মিয়া (৩৩), ছয়চির গ্রামের মাসুম মিয়া (১৯) এবং কটিয়াদী উপজেলার বাহিরকাদির গ্রামের বিজয় (২০)।

পুলিশ জানায়, গত ২২ ডিসেম্বর ভোর রাতে উপজেলার মাইজহাটি এলাকার একটি এলপি গ্যাস কোম্পানির গো-ডাউন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় সংঘবদ্ধ ছিনতাইকারিরা গোডাউনের নিরাপত্তা প্রহরীর হাত, পা ও মুখ বেঁধে ১২ কেজির ৭৭টি এলপি গ্যাসের বোতল ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় ওই কোম্পানির প্রতিনিধি পাকুন্দিয়া থানায় মামলা করেন। ওই মামলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনায় সম্পৃক্ত থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়েছে।

পরে তাদের দেওয়া তথ্য মতে মাইজহাটি এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে ছিনতাই হওয়া ৬টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি সংঘবদ্ধ ছিনতাইকারি চক্রের সদস্য। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করা যাবে এবং ছিনতাই হওয়া জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর