কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় কর্মশালা

সরিষা ও আউশের আবাদ বাড়াতে গুরুত্বারোপ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৭:০৪ | কৃষি 


ভর্তুকি দিয়ে সরকারকে ভোজ্য তেলের আমদানি কমাতে সরিষার আবাদ বাড়াতে হবে। পাশাপাশি চাউলের ঘাটতি কমাতে আউশ আবাদের প্রতি বেশি জোর দিতে কৃষি কর্মকর্তা ও কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় অবহিতকরণ কর্মশালায় এ আহ্বান জানান বক্তারা।

উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সরকার প্রতিবছর হাজার হাজার টাকার ভোজ্য তেল আমদানি করে। এতে সরকারের প্রচুর ভর্তুকি দিতে হয়। ভোজ্য তেলের ওপর চাপ কমাতে সরিষা তেলের বিকল্প নেই। তাই সরিষার আবাদ বাড়াতে হবে।

মাঠ পর্যায়ের কর্মকর্তারা এসব বিষয়ে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করবেন, এতে দেশ ও জাতির উন্নতি হবে। পাশাপাশি চালের ঘাটতি মেটাতে আউশ আবাদের প্রতি জোর দিতে কৃষি সেক্টরের কর্মকর্তা ও কৃষকদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এসএম সোহরাব উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (শস্য) সাইফুল হাসান আলামিন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রকিবুল হাসান।

দিনব্যাপী কর্মশালায় কৃষি বিভাগের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার কৃষাণ-কৃষাণিরা অংশ নেন।

অনুষ্ঠানের শেষে কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলার বিভিন্ন উপজেলার ৮জন কৃষাণ-কৃষাণিকে পুরস্কৃত করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর