কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বিনামূল্যে বীজ ও সার পেলেন ৭৫০ কৃষক

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৯ জুন ২০২৩, সোমবার, ৫:৪৩ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ।

এ উপলক্ষ্যে সোমবার (১৯ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজনে করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস সামাদসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের মোট ৭৫০জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এর মধ্যে প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ এবং ১০কেজি এমওপি ও ১০কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর