কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় পাঁচ দিনব্যাপী কৃষি মেলা শুরু

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১০ জুলাই ২০২৩, সোমবার, ৫:৫২ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি মেলা শুরু হয়েছে। সোমবার (১০ জুলাই) থেকে পৌরসদর ঈদগাহে এ মেলা শুরু হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করে।

সোমবার (১০ জুলাই) সকালে পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ।

এ উপলক্ষে মেলা চত্বরে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুছ সামাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মিছবাহ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, এবছর বড় পরিসরে কৃষি মেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছর উপজেলা পরিষদ চত্বরে মেলা হলেও এবার বড় মাঠে এর আয়োজন করা হয়। এতে মেলায় দর্শনার্থী সংখ্যা বাড়বে এবং বর্ষা মৌসুমে দর্শনার্থীরা তাদের ইচ্ছে মতো গাছ-গাছালি কেনার সুযোগও পাবে।

মেলায় ১০টি নার্সারী, ৮টি ওষুধ কোম্পানি ও উপজেলা কৃষি অফিস দুটি স্টল অংশ নিয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর